ডিফল্ট ল্যান্ডিং পেজ এর কন্টেন্ট কাস্টমাইজেশন
ক্লাউড ই স্টোর ব্যবহার করে সেলস ফানেল ল্যান্ডিং পেজ তৈরি করুন খুব সহযে। আমরা দিচ্ছি ল্যান্ডিং পেজের জন্য ডেডিকেটেড সিস্টেম যেখানে আপনারা বিশাল এক প্রি মেড পেজের ভান্ডার থেকে আপনার প্রয়োজনীয় পেজটি সিলেক্ট করে কাস্টমাইজ করার সুযোগ। যেখানে পেজ কাস্টমাইজেশনের জন্য ব্যবহার করা হয়েছে এলিমেন্টর পেজ বিল্ডার যা কিনা যে কোন পেজ বিল্ডার এর তুলনায় বেশী ব্যবহৃত এবং শক্তিশালী। ইলিমেন্টর পেজ বিল্ডার খুবই ইউজার ফ্রেন্ডলি এবং হাইলি কাস্টমাইজেশন ইলিমেন্ট সমৃদ্ধ যা আপনাকে আপনার চিন্তাশক্তিকে পণ্যের ধরণ অনুযায়ী ডিজাইন করতে সর্বোচ্চ কার্যকরি ভূমিকা পালন করবে। এটি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমে ডিজাইন করায় যে কেউ সহযেই ডিজাইন করতে সক্ষম।

এডিট করার ধাপ
সেটিং পরিবর্তনঃ সেটিং পরিবর্তন করার জন্য আপনার ড্যাশবোর্ড হতে Setting মেন্যু থেকে Reading এ প্রবেশ করতে হবে।

এবার Reading Setting এ Your homepage displays সেকশনে Homepage: অপশন থেকে Main Demo Checkout ( #… – Cartflows ) এটি সিলেক্ট করে দিতে হবে। এবারে Save Changes বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে।

ফানেল সিলেকশনঃ এবারে মেন্যুবার থেকে CartFlows মেন্যুর অভ্যন্তরে থাকা Funnels অপশনটিতে ভিজিট করুন।

এবারে ফানেল লিস্ট থেকে Main Demo Funnel লেখা ফানেলটিতে ক্লিক করুন। এবারে এখানে ফানেল এর স্টেপগুলো দেখতে পাবেন।

এবারে Main Demo Checkout লেখা স্টেপটিতে ক্লিক করলে আপনাকে ল্যান্ডিং পেজটি এডিট এর জন্য পেজ এডিটর এ নিয়ে যাবে যেখান থেকেই আপনি আপনার ল্যান্ডিং পেজটি এডিট করতে পারবেন।

ল্যান্ডিং পেজ এডিটরঃ এ পর্যায়ে আপনার এডিটরটি ওপেন হবে যা এলিমেন্টর পেজ বিল্ডার। আমরা যেহেতু কার্ট ফ্লস এবং এলিমেন্টর এর প্রিমিয়াম ভার্ষনটি আপনাদের জন্য দিচ্ছি তাই আপনি খুব সহযেই এলিমেন্টর এডিটর এর ফুল পটেনশিয়ালই গ্রহণ করতে পারছেন।
আসুন আমরা মূলত যে সকল এলিমেন্ট গুলো ব্যাবহার করেছি আমাদের ডিফল্ট পেজ গুলো তৈরি করতে সেগুলো সম্পর্কে কিছুটা জেনে নেই।
- হেডিংঃ এটি ব্যাবহার করা হয়েছে বিভিন্ন প্রকার হেডিং এবং টাইটেল বসাতে।
- ইমেজঃ বিভিন্ন ক্ষেত্রে ডিজাইনের প্রয়োজনে এবং প্রোডাক্ট ইমেজ শো করতে ইমেজ এলিমেন্ট এর ব্যবহার কর হয়েছে।
- ভিডিওঃ প্রোডাক্ট এর এক্সপ্লেনেশন করতে কিংবা তথ্য প্রদান করতে পেজে ভিডিও প্রদর্শনের জন্য এটির ব্যবহার হয়েছে।
- আইকন লিস্টঃ আইকন এর সাথে তথ্য যোগ করে তা বুলেট পয়েন্ট আকারে দেখাতে এটি ব্যবহার করা হয়।
- বাটনঃ কল টু একশন সহ বিভিন্ন একশন করাতে বাটন ব্যবহার করা হয়েছে।
- রিভিউঃ কাস্টমার এর অভিজ্ঞতা রিভিউ আকারে প্রকাশ করতে এই এলিমেন্ট টি ব্যবহার করা হয়েছে।
- টাইমারঃ অফার এর সময়সীমা দেখাতে এই টাইমার ব্যবহার করা হয়।
- এনিমেটেড হেডলাইনঃ অনেক ক্ষেত্রে কোন একটি টেক্সট কে গুরুত্বের সাথে দেখাতে ও হাইলাইট করতে এনিমেটেড হেডলাইন এর ব্যবহার করা হয়েছে।
এছাড়াও আরো কিছু স্বাধারণ এলিমেন্ট এর ব্যবহার করা হয়েছে এবং এলিমেন্টরে থাকা ১০০+ এলিমেন্টস বা উইজেট দিয়ে আপনি আরো আকর্ষনীয়ভাবে আপনার ল্যান্ডিং পেজটি ডিজাইন করতে পারবেন।

উপরের ছবিটিতে দেখুন এডিটর এর অংশগুলো যেখানে, বামের যে সেকশন টা দেখছেন এটি হচ্ছে এলিমেন্টস লিস্ট এবং প্রোপার্টি এডিটিং সেকশন, ডানের অংশটি স্ট্রাকচার বুঝাতে এবং উপরে ডানে পাবলিশ বা সেভ অপশন। এছাড়াও এগুলোর অভ্যন্তরে আরো কিছু অপশন রয়েছে।
এলিমেন্ট এডিটিংঃ ডিফল্টভাবে অবস্থিত যে কোন এলিমেন্ট এডিট করতে চাইলে সেই এলিমেন্ট এর উপর ক্লিক করুন অথবা এলিমেন্ট এর উপর হোভার করলে ডানে উপরে যে এডিট আইকন টি থাকবে সেটিতে ক্লিক করুন।

এখানে কিছু এলিমেন্ট এর এডিটিং স্ক্রিনশট দেখানো হলো। যেখানে একেকটি এলিমেন্ট এর জন্য একেক রকম কন্টেন্ট এডিটিং অপশন রয়েছে যা আপনারা এডিট করতে গেলেই বুঝতে পারবেন আশাকরি।



এছাড়াও আপনারা সবগুলো এলিমেন্ট স্টাইল করার জন্য রিগুলার ও এডভান্সড অপশন পেয়ে যাবেন। যারা ইলিমেন্টর নিয়ে কাজ করতে জানেন তারা সহযেই এগুলো নিয়ে ডিজাইন এর স্টাইল কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা আমাদের ডিফল্ট পেজে এগুলো দিয়ে ডিজাইন ভ্যাল্যু গুলো করে রেখেছি যদি আপনারা জানেন তবে এগুলো দিয়ে কাস্টোমাইজ করবেন নচেৎ আমাদের ডিফল্ট সেটিংস ব্যবহার করবেন অথবা প্রয়োজনে আমাদের প্রফেশনালস টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।


নতুন কোন এলিমেন্ট নিতে চাইলে সেই এলিমেন্ট এর উপর ক্লিক করুন অথবা আপনি যে এলিমেন্ট টি নিতে চাচ্ছেন সেটি নিচের ছবির ন্যায় ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। এরপর সেই এলিমেন্ট এর তথ্যানুযায়ী আপনার তথ্য ইনপুট করুন।

এভাবে আপনার ডিজাইন শেষ হলে আপনার ডিজাইনারের ডানে থাকা Publish বাটনে ক্লিক করে আপনার এডিট গুলো পাবলিশ করে দিন। এবারে দেখুন আপনার আপডেট করা ডিজাইনটি আপনার ল্যান্ডিং পেজে দেখাচ্ছে। যদি দেখাতে কোন সমস্যা মনে হয় তাহলে আপনার ওয়েবসাইটের কেস ক্লিয়ার করে নিন। ব্রাউজারের কেস ক্লিয়ার করলে আরো ভালো হয়।