Add Custom Domain
Make your brand with your name using custom domain.

=
কাস্টম
ডোমেইন
আসুন প্রথমে জেনে নেই কাস্টম ডোমেইন কি? এটি এমন একটি ডোমেইন নেম যেটি আপনার নির্দিষ্ট একটি এক্সটেনশন সিলেক্ট করে আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার পছন্দের নামে ডোমেইন হবে। যেমনঃ google.com, google.org, google.shop, google.store এগুলো হচ্ছে কাস্টম ডোমেইন কিন্তু google.cloude.store হচ্ছে ক্লাউড ই স্টোর এর একটি সাবডোমেইন।
ক্লাউড ই স্টোরের মাধ্যমে ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট এক্সেস সম্পূর্ণ ফ্রী। কাস্টম ডোমেইন ছাড়াই আমাদের সাবডোমেইন এর মাধ্যমে আপনার একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ সম্পুর্ণরূপে ফাংশনালভাবে কাজ করবে। এতে কাস্টমারের কোন অর্ডার করতে সমস্যা হবে না কিংবা কোন ফিচার হাতছাড়া হবে না।
কিন্তু একটি কাস্টম ডোমেইন আপনার প্রতিষ্ঠান বা বিজনেস এর জন্য বিশেষ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমনঃ
১। কোম্পানি ব্র্যান্ডিং।
যে কোন একটি প্রোডাক্ট বা প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং একটি অত্যাবশ্যকীয় বিষয়। যা একটি কাস্টম ডোমেইন সেই প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করে আরো সহজতর করে তোলে। কাস্টম ডোমেইন ব্র্যান্ডিং এ অনেক বড় ভূমিকা পালন করে।
২। ক্রেতার বিশ্বস্ততা অর্জন।
জেনেরিক ক্লাউড ই-স্টোর থেকে প্রতিষ্ঠানকে আলাভাবে উপস্থাপন করার ফলে কাস্টমারের কাছে পণ্য ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। ক্রেতার মাঝে দ্রুত বিশ্বস্ততা অর্জন করা সম্ভব হয় এবং আপনার পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি পায়।
৩। সহজ এক্সিসিবিলিটি।
অনেক সময় ক্লাউড ই স্টোর সহ সাবডোমেইন নেম অনেক বড় হয়ে যেতে পারে যা ক্রেতার মনে রাখা কিংবা এক্সেস করা কঠিন হয়ে পরতে পারে। কিন্তু আপনি কাস্টম ডোমেইন যুক্ত করলে আপনার সামঞ্জস্যপূর্ণ ডোমেইন লিংক বা ইউ আর এল মনে রাখা সহজ ও এক্সেস সহজ হয়ে যায়।
৪। সার্চ ইঞ্জিন সহজ ভিজিবিলিটি।
একটি সাবডোমেইন অপেক্ষা কাস্টম ডোমেইন কে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো বেশী গুরুত্ব দিয়ে তাদের সার্চ রেজাল্টে শো করে। যার ফলে আপনার ক্রেতাগণ আপনার স্টোরের নাম গুগলে সার্চ করলে খুব সহজে খুঁজে পাবে।
সর্বপরি একটি ব্র্যান্ডেড ইকমার্স কিংবা ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের জন্য কাস্টম ডোমেইন খুবই গুরুত্বপূর্ণ।
১ কাপ চা সমান কাস্টম ডোমেইন কি?
এখানে ১ কাপ চায়ের দামে কাস্টম ডোমেইন যুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি ডোমেইন রেজিস্টার করে দিবেন (চাইলে আমাদের থেকেও করে নিতে পারেন) আমাদের প্রফেশনাল টিম সেটি যুক্ত করে দিবে এবং সেটির একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ রয়েছে। আর সেটি হচ্ছে প্রতিদিন এক কাপ চায়ের দাম। অর্থাৎ মাত্র ১০টাকা/দিন হিসেবে সার্ভিস চার্জ নেয়া হবে। তবে কমপক্ষে ১২০ দিন বা ৪ মাসের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।
- Add Custom Domain
- Professionals consultancy
- On-Page SEO site submission